Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন


অগ্নিকান্ড বা দূঘর্টনার উদ্ধার  আহত সেবা পাবার উপায়ঃ

১। যে কোন দুর্ঘটনার সাথে সাথে নিকস্থ ফায়ার স্টেশন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে;

২। সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীগণ সাজ- সরঞ্জামাদিসহ দুর্ঘটনাস্থলে গমন করেন;

৩। যে কোন দুর্যোগে 16163 ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়। এছাড়া নিকটস্থ ফায়ার স্টেশনের নন্বর সংগ্রহ করুন;

৪। জরুরী সেবা পেতে ফোন করুন বরিশাল কন্টোল রুম :-

024788-66284, 024788-61617, 024788-65149, 024788-30299, 024788-62854, 024788-66282, 024788-61423, 024788-66281,

01983-886677, 01878-001111এবং হটলাইন 16163 ;


ফায়ার লাইসেন্স (অগ্নি-দুঘর্টনা প্রতিরোধমূলক পরামর্শ সেবাপাবার উপায়ঃ

কাগজপত্রঃ

১। নির্ধারিত ফরমে আবেদন;

২। তথ্য ফরম;

৩। নকশা (ফ্লোর প্লান);

৪। জমির দলিল/ ভাড়ার চুক্তিপত্র;

৫। জমির মূল্যায়ন;

৬। ট্রেড লাইসেন্স;

৭। মেমোরেন্ডাম অব আর্টিকেলস;

প্রাপ্তির স্থানঃ   

১. ওয়ান স্টপ সার্ভিস সেন্টার;

২. অধিদপ্তরের ওয়েবসাইট;


এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা পাবার উপায়ঃ

১। ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকালীন সময় ভিকটিম হাসপাতালে প্রেরণ;

২। জনসাধারণের পক্ষ হতে যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন এবং রোগী বহন করে হাসপাতাল অথবা গন্তব্যস্থলে প্রেরণ;

  (বি:দ্র: মৃত দেহ এবং সংক্রামক রোগী বহন করা হয় না।)

৩। আন্তঃ জেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেত্রে রোগী পরিবহনের নির্ধারিত ফরম পূরণপূর্বক পূর্ব অনুমোদন নিতে হয়;

৪। রোগী পরিবহণের জন্য ভাড়ার হার নিম্নরুপঃ

(ক) দেশের সকল এলাকায়  ৫ মাইল/ ৮ কিলোমিটার ১০০/= (একশত) টাকা;

(খ) ৫ মাইল হতে ১০ মাইল/৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রতিকল ১৫০/= (একশত পঞ্চাশ) টাকা ;

(গ) দূরবর্তী কল প্রতি মাইল ১৫(পনেরো)টাকা এবং প্রতি কিলোমিটার ৯ (নয়) টাকা;

(ঘ) অবস্থান অপরিহার্য্ হলে প্রতি ঘন্টা বা অংশের জন্য ২০ টাকা;

(ঙ) প্রতি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০ টাকা;

(চ) এসি চার্জ ২০০ টাকা; (যদি এসি এ্যাম্বুলেন্স হয়);


ফায়ার রিপোর্ট্ পাবার উপায়ঃ

ফায়ার রিপোর্ট প্রদান [১,০০,০০,০০১/- (এক কোটি এক) টাকা হতে ২,০০,০০,০০০/-(দুই কোটি) টাকা পর্যন্ত ক্ষতির ক্ষেত্রে];

১. ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান কর্তৃক প্রাতিষ্ঠানিক প্যাডে লিখিত আবেদন ও তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে;

কাগজপত্রঃ

১. আবেদন ০১টি;

২. তথ্য ফরম;

৩. জমির দলিল/চুক্তি পত্র;

৪. ট্রেড লাইসেন্স;

৫. জিডির কপি;

৬. ক্ষতিগ্রস্থ মালামালের মূল্যসহ তালিকা;

৭. ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র;

৮. পেপার কাটিং;

প্রাপ্তির স্থানঃ

উপপরিচালক/সহকারী পরিচালক/ উপসহকারী পরিচালক এর কার্যালয়;


বীমাবিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ১৫০/-(একশত পঞ্চাশ টাকা) ও ১৫০০০/-(এক হাজার পাঁচশত) টাকা কোড নং: ১-৭৩৬১-০০০০-২০০৯ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;

পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে;